সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ড সাব- রেজিষ্ট্রি অফিসে একটি অনৈতিক দলিল রেজিষ্ট্রি না করায় দলিল লেখক সমিতির সাথে রেজিষ্টারের বিরোধ ও বদলীর দাবীতে দলিল লেখকদের কর্ম বিরতি
ও মানববন্ধন করে করায় দুঃখ প্রকাশ করেছেন দলিল লেখক সমিতি।
বাংলাদেশ দলিল লেখক সমিতি,সীতাকুণ্ড উপজেলা শাখা প্যাডে লিখিত আবেদনে উল্লেখ করেছেন, দলিল লেখক হারুনুর রসিদ তার নিজের মুসাবিদা নয় অন্যার একটি অনৈতিক দলিল রেজিষ্ট্রি করতে আসলে রেজিষ্টার মহোদয় রেজিষ্ট্রি করতে অপারগতা প্রকাশ করায় কিছু বাহিরের লোক রেজিষ্টারের সাথে অসদাচরণ করায়
এবং হারুনের ভূল তথ্যে রেজিষ্টারের সাথে দলিল লেখকদের সম্পর্ক অবনতি ও রেজিষ্টারের বদলীর দাবীতে মানববন্ধন ও একসপ্তাহ কর্মবিরতি পালন করেন,এতে রেজিষ্টারের সম্মান ক্ষুন্ন হয় ও সরকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয়। এতে সীতাকুণ্ডের দলিল লেখকদের ভাবমুর্তি ক্ষুন্ন হয়। আগামীতে এমন কোন ঘটনা আর ঘটবেনা বলে সমিতি অঙ্গীকার ও দুঃখ প্রকাশ করেছেন সমিতি।এতে সাক্ষর করেন দলিল লেখক সমিতির পক্ষে
প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবুল মনছুর ও উপদেষ্ট জহুরুল আলম চৌধুরী।