স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধানঃ
চালনা যুবসংঘ বৌমার গাছতলার আয়োজনে দ্বিবার্ষিক ১৬ দলীয় ক্যারামবোর্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।১৫ নভেম্বর শুক্রবার সকাল ১১ টারদিকে দাকোপের চালনা পৌরসভার ০৭ নং ওয়ার্ড চালনা বৌমার গাছতলা বালুর মাঠে ১৬ দলীয় ক্যারামবোর্ড প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।আয়োজক কমিটির সহ-সভাপতি মোঃসিরাজুল ইসলাম সরদারের সভাপতিত্বে ও রায়হান শেখের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃআসমত হোসেন। বিশেষ অতিথি ছিলেন দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃসিরাজুল ইসলাম,চালনা পৌরসভা বিএনপির আহবায়ক ও দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক শেখ মোজাফফর হোসেন,দাবোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃশিপন ভূইয়া,চালনা পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তান,সরদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্যা, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃজাবেদ আলী শেখ,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ফয়সাল শেখ,উপজেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন শেখ,, সৈকত বালা,সনত বিশ্বাস,আরাফাত,শেখ কুদ্দুস গাজী,রাসেল শেখ,মেহেদী হাসান, মুছা,শেখ গালিব শেখ,বিপ্র বৈরাগী,তুহিন রায় মাসুদ আকুঞ্জি ,,সুবোদ রায় প্রমূখ।