কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ডঃ
চট্টগ্রাম সীতাকুণ্ডের বাড়বকুণ্ড বাজারে একটি দ্রুতগামী ঢাকাগামী এসি বাসের চাপায় পিঁষ্ট হয়ে মোঃ ফটিক ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দূর্ঘটনাটি ঘটে আজ শনিবার সন্ধ্যা ৭ টার দিকে বাড়বকুণ্ড বাজারে। নিহতের বাড়ী সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের ৪ নং ওয়ার্ড অনন্তপুর গ্রামে। বাড়বকুণ্ড বাজারের ব্যবসায়ী ও প্রত্যক্ষ দর্শী নিরব মিয়া জানায়, ফটিক রাস্তার পাশে দাঁড়িয়েছিল,একটি দ্রুতগামী ঢাকগামী এসি বাস ফটিককে চাপা দেয়, এতে তাঁর বাম পা রান থেকে পাতা পর্যন্ত পিষে যায়, রাস্তায় অনেকক্ষন পড়ে থাকার পর স্হানীয় লোকজন তাঁকে চমেক নেয়ার পর রাত ১২ টায় মৃত্যুবরন করেন। ফটিক বাজারের একটি হোটেলে কারিগরের কাজ করতো।