ডেস্ক নিউজঃ
সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মোল্লারগাঁও নামক স্থানে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত হয়েছে।নিহত কলেজ ছাত্রী রোজিনা বেগম (২৪) তিনি ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের মঈনপুর গ্রামের আলী হোসেনের স্ত্রী।
জানা যায়,সোমবার সিলেটের এমসি কলেজ কেন্দ্রে ডিগ্রি পরীক্ষা শেষে স্বামী আলী হোসেনের সাথে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফেরার পথে সিলেট-সুনামগঞ্জ সড়কের মোল্লারগাঁও নামক স্থানে পৌঁছা মাত্র বিপরীত দিক থেকে আসা সিলেটগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গৃহবধূ ও কলেজ ছাত্রী রোজিনা বেগম নিহত হন। গুরুতর আহত হন তার স্বামী আলী হোসেন।
ঘটনার খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার জানাজা শেষে তাকে মঈনপুর গ্রামে দাফন সম্পন্ন করা হয়েছে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply