স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধান
দাকোপ - বটিয়াঘাটা উপজেলায় ধানের শীষের কান্ডারী খুলনা জেলা বিএনপিন সাবেক আহবায়ক খুলসা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আমীর এজাজ খাঁন বলেছেন ধর্ম যার যারনিরাপত্তা পাবার অধিকার সবার এই কথা উল্লেখ করে তিনি বলেন আমাদের দল বিএনপি বিশ্বাস করে দল মত নির্বিশেষে ধর্ম যার যার রাষ্ট্র সবার।এই বাংলাদেশ আপনার আমার আমাদের সবার।বাংলাদেশের প্রতিটি নাগরিক সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে এটাই বিএনপির নীতি,এটাই বিএনপির রাজনীতি।তিনি বলেন কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খৃষ্টান মুক্তিযুদ্ধের সময়ে আমাদের এমন কোন জিজ্ঞাসা ছিলোনা। আমাদের স্বাধীন বাংলা
দেশে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু এসব এসব নিয়ে চিন্তার কোন কারন নেই।ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশী।আমীর এজাজ খান বলেন, ফ্যাস্টিট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দেশ নিয়ে তারা নানা ষড়যন্ত্র করে চলেছে। কিন্তু বিএনপিসহ দেশবাসী তা প্রতিহত করছে। জানান,শনিবার ৩০ নভেম্বরদাকোপ উপজেলা বিএনপির উদ্যোগে বাজুয়াখুটাখালীবাজার মাঠ প্রঙ্গনে বিশাল শান্তি সমাবেশেএসব কথা বলেন।নেতাকর্মিদের পদচারনায় মাঠটি পরিপুর্ণ হয়ে পড়ে উক্ত শান্তি সমাবেশে বেনী মাধব বিশ্বাসের সভাপতিত্বে, দীপক কুমার সরদার ও মনিরুল ইসলামখানের পরিচালনা বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মানান খান,প্রধান বক্তা চালনা পৌরসভার আহবায়ক মোজাফফর হোসেন,আল আমীন সান।বক্তৃতা করেন, ,দাকোপ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম,আব্দুল কাদের,মেঘনাথ সরকার,,নুর হোসেন,আব্দুল রহিম তালুক দার,শেখ সেকেন্দার আলী,হালিমহাওলাদার নুর ইসলাম লস্কর,সুদাম মন্ডল,মানস গোলদার,তপনমন্ডল,রাজু হাওলাদার,সবুর সানাআকবর তালুকদার,হাফিজুর রহমান,আমিনুর ইসলাম রনী ,যুবদলের রতন মন্ডল,আমিনুল ইসলাম বুলবুল আব্দুর রাজ্জাক, পাপ্পু সাহা,দেলোয়ার হোসেন
,ফয়সাল গাজী, কৌশালা রায়,মন্জিলা বেগম, ,ফেরদৌসী বেগম, পারুল বেগম,ছাত্রদলের আহবায়ক প্রসেনজিত রায়,রুমন গাজী,কৃষক দলের শফিকুর রহমান শফিক,জয়বিশ্বা সমুনছুর মীর,সমির সহ আরে অনেকে।