সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডের লালানগর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ছয়টি বসতঘর। এতে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ৬টি পরিবার।
শনিবার (০৭ নভেম্বর) সকাল ৮টায় উপজেলার লালানগর গ্রামের মৌলভী ইমান আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল কবির দুলাল জানান, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে হাফেজ রফিক,আব্দুস সালাম,আব্দুল মোতালেব,মোঃ ইছহাক,নুরুন্নবী ও ইউসুফের বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নেভানোর আগে বসতঘরসহ ঘরে থাকা আসবাপত্র পুড়ে ছাই হয়ে যায়।
আমরা দ্রুত আগুন নিভানোর কাজ শুরু করলে বাড়ীর আরো ১৫ ঘর রক্ষা করি, এতে অন্তত পঁচিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ পরিবারগুলো।
খবর পেয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরীর পিএস মন্জুরুল ইসলাম,বিএনপি নেতা আলাউদ্দীন মাসুমসহ স্হানীয় নেতৃবৃন্দ, জামায়াতের উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাবার সহ আস্রয়ের ব্যবস্থা করেন।