সীতাকুণ্ড ( চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম সীতাকুণ্ডের ইকোপার্কের সামনে এক খামারীর দুই শতাধিক গরু ধারন ক্ষমতা সম্পন্ন একটি খামার,একটি মুরগীর খামার,শতাধিক গাছ কর্তন সহ বেশ কয়েকটি বশত ঘর স্ক্যাভেটর দিয়ে গুড়িয়ে দেয়ার একমাস পর আজ সোমবার ঘরের পুরাতন টিন,লোহার অ্যাঙ্গেল গুলো প্রকাশ্যে লুট করে নিয়ে যাচ্ছে ভূমিদস্যুরা।পুলিশে অভিযোগ দিয়েও এ লুটতরাজ বন্ধ করতে পারেনি উক্ত খামারের মালিক শহিদুল আলম।
খামারির মালিক শহিদুল আলম সাংবাদিকদেরকে জানায়, গত ২ নভেম্বর ভূমিদস্যু সন্ত্রাসীরা তার একটি বড় গরুর ফার্ম,একটি মুরগী ফার্মের মোট দুটি সেট স্ক্যাভেটর দিয়ে গুড়িয়ে দেয়,ও শতাধিক গাছ কেটে ফেলে।
এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খামারী শহিদুল আলম বাবুল বাদী হয়ে ৮ জনকে আসামী করে অজ্ঞাত ৬০/৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সীতাকুণ্ড থানায়।
মামলার আসামীরা হলেন,এসকান্দর মিয়া (৬৫) সফিউল আলম(৫৫) মোঃ হেলাল মিয়া (৪০) মোঃ ফিরোজ(২৮) মোঃ সুরোজ(২৫) মোঃ সানজু(২২) মোঃ রাকিব(২১) মোঃ নকিব (২০) অজ্ঞাত ৬০/৭০ জন।
ক্ষতিগ্রহস্হ খামারী শহিদুল ইসলাম বাবুল মামলার অভিযোগে জানায়, সীতাকুণ্ড থানাধীন পৌরসভার ৬ নং ওয়ার্ডের ইকোপার্ক গেইট এলাকা মহাদেবপুর মৌজার বিভিন্ন দাগাদির সম্পত্তি মৌরশী ওয়ারিশ ও খরিদা সূত্রে মালিক
হয়ে দীর্ঘ ৬০ বছর যাবত দখলে থেকে গরুর খামার,মুরগীর খামার ও বেশ কয়টি শ্রমিক থাকার ঘর নির্মান করে খামার পরিচালনা করে আসছেন।
তিনি বলেন, স্হানীয় কয়েকজন ভূমিদস্যু আওয়ামীলীগ নেতা সফিউল আলম ও তার ভাইদের আমার জায়গা ও স্হাপনার উপর কূ-নজর পড়ে। তারা আগে কয়েকবার দখলের চেষ্টা করে ব্যর্থ হয়।
এক মাস পর আজ সোমবার সকাল ৮ টা থেকে কয়েকদফায় ভাংচুরকৃত টিন ও লোহার এ্যাঙ্গেল, শতাধিক কর্তনকৃত গাছ প্রকাশ্যে লুট করে নিয়ে যায় ট্রাকে করে।
সীতাকুণ্ড থানার ওসি মোঃ মুজিবুর রহমান জানায়, ফকিরহাট ইকোপার্কের সামনে খামারীর পুরাতন টিন,লোহা নিয়ে যাচ্ছে অভিযোগ পেয়ে পুলিশ পাঠিয়েছি, তবে পুলিশ তখন কাউকে পায়নি,আসামী ধরার চেষ্টা চলছে।