মেহেদী হাসানঃ
১৬ই ডিসেম্বর (সোমবার) বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় দেশ মাতৃকার জন্য আত্মদানকারী শহীদদের স্মরণের মাধ্যমে সিলেটের নারী শিক্ষার স্বনামধন্য বিদ্যাপীঠ আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় এবং নানা আয়োজনের মধ্য দিয়ে বাঙালি জাতির অসীম সাহস আর চির গৌরবের একদিন “মহান বিজয় দিবস” পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহান বিজয় দিবসের সাথে সামঞ্জস্যপূর্ণ পোস্টার, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে প্রতিষ্ঠানকে সুসজ্জ্বিত করা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: জমির উদ্দিন-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান অতিথি জনাব দেবজিৎ সিংহ, সভাপতি, গভর্নিং বডি ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলন করেন এবং একইসাথে উপস্থিত শিক্ষক শিক্ষার্থীদের সম্মিলিত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। এছাড়াও শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে বিজয় দিবসের উপর শিক্ষার্থীদের তৈরি দেয়ালিকা উন্মোচন করেন প্রধান অতিথি। এরপর উপস্থিত সবাই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে মনোমুগ্ধকর কুচকাওয়াজ উপভোগ করেন।
আলোচনা সভায় মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে অনুভূতি প্রকাশ করে প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথির ভাষণে সভাপতি শিক্ষার্থীর উদ্দেশ্যে বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার মর্যাদা আমাদেরই রক্ষা করতে হবে। এর মাধ্যমেই সার্থক হবে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ আর অগনিত মানুষের ত্যাগ-তিতিক্ষা। এছাড়া মহান বিজয় দিবস পালনের মধ্য দিয়ে বাংলাদেশের প্রকৃত ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও অর্জন প্রজন্ম থেকে প্রজন্মের কাছে তুলে ধরলেই অর্থবহ হবে মহান বিজয় দিবসের সব আনুষ্ঠানিকতা। এরপর শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে একক ও দলীয় সংগীত, নৃত্য এবং আবৃত্তিতে বিজয়ের আনন্দ ফুটিয়ে তোলা হয়, যা উপস্থিত সকলকে মোহিত করে।
পরিশেষে অধ্যক্ষ অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষক শিক্ষার্থী এবং অনুষ্ঠান আয়োজনে নিয়োজিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply