নিজস্ব প্রতিনিধিঃ
চট্টগ্রামের ঐতিহ্যবাহী সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে জাকজমকপূর্ণভাবে বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার ১৬ ডিসেম্বর বিকাল ৪ টায় প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু'র সভাপতিত্বে ক্লাবের সহ সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কেএম রফিকুল ইসলাম। তিনি বলেন, আমরা আজ স্বাধীন হলেও দেশকে প্রকৃতভাবে ভালবাসতে শিখিনি! দেশকে প্রকৃতভাবে ভালবাসতে হলে আমাদেরকে ঘুষ,দূর্নীতি,লুটতরাজ সহ সকল প্রকার অন্যায় অপরাধ বন্ধ করতে হবে, তাহলেই বিজয় দিবস সার্থক হবে এবং দেশের উন্নতি হবে।
অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরীর বক্তব্য শেষে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি নেতা কাজী মোহাম্মদ সালাউদ্দিন, ডাঃ কমল কদর,সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দিন, উত্তর জেলা বিএনপির সদস্য সামছুল আলম আজাদ, জামায়াত ইসলামের সাবেক উপজেলা আমীর মাওলানা তৌহিদুল হক চৌধুরী, জামায়াতে ইসলামের মিডিয়া সম্নয়কারী,মোঃ আবুল হোসেন,মুক্তিযুদ্ধা কমান্ডার বীর মুক্তিযুদ্ধা আবুল মনছুন, বিএনপি নেতা ইউসুফ নিজামী, পৌর বিএনপির সদস্য সচিব ছারে আহমেদ সলু সহ আরো অনেকে।
উক্ত অনুষ্ঠানে বক্তারা সকলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার জন্য বলেন এবং ঐক্যবদ্ধ থেকে সীতাকুণ্ড মুক্তিযুদ্ধের ইতিহাসকে সঠিকভাবে সীতাকুণ্ডের জনমানুষের কাছে পৌঁছে দিতে বলেন। পরিশেষে উপস্থিত সকলকে নাস্তা ও মিস্টিমূখ করার মধ্যেদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।