নিজস্ব প্রতিবেদকঃ
সীতাকুণ্ডের ছেলে আবুধাবী প্রবাসী দেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরনের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আবারো মোহাম্মদ আলী সিআইপি নির্বাচিত হয়েছে।
জানা যায়,দেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরনের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় কর্তৃক আবারো সিআইপি নির্বাচিত হয় আবুধাবী প্রবাসী সীতাকুণ্ডের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ আলী। গত বুধবার বিকাল ৩টায় ঢাকায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার কাছ থেকে সিআইপি সম্মাননা গ্রহণ করে। এ নিয়ে তিনি পঞ্চমবারের মতো সিআইপি নির্বাচিত হন। উল্লেখ্য মোহাম্মদ আলী সীতাকুণ্ড কামিল (এম এ) মাদ্রাসার দাখিল ১৯৮৬ ব্যাচের শিক্ষার্থী এবং প্রাক্তন ছাত্র পরিষদরে সদস্য। এ ছাড়াও তিনি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন যুক্ত থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও বিপুল অংকের সহযোগিতা করে আসছে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply