আমি বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ৮৬টি মামলা নিয়ে বাড়িঘর ছেড়ে নির্মম ভাবে নির্যাতনের শিকার হয়েও নেতাকর্মীসহ নিরীহ জনগণ ও দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকা সাংবাদিকদের পাশে ইস্পাাতের মত ছিলাম। দেশি নিউজের পর্যবেক্ষকের সাথে উপরোক্ত কথা গুলো বলেছেন,সীতাকুণ্ডের গরীব দুঃখী মেহনতি মানুষের কান্ডারী বিগত ১৫/১৬ বছর ধরে কারা নির্যাতিত নেতা এবং দূর্দিনে সংগঠনকে শক্ত হাতে নেতৃত্ব দানকারী উপজেলা জামায়াতে ইসলামী সাবেক আমির,ইত্তেহাদ,নবিক ও শহীদ পারভেজ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা,বিশিষ্ট সমাজ সেবক ও আলেমেদ্বীন মাওলানা তাওহীদুল হক চৌধুরী "দৈনিক দেশি নিউজ ২৪" এর সাথে একান্ত সাক্ষাতকারে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
১) দেশি নিউজ প্রশ্নঃ আপনার রাজনীতির উৎথান কবে থেকে শুরু ?
উত্তরঃ আমার রাজনীতি নবম শ্রেণি থেকে ছাত্র শিবিরের মাধ্যমে শুরু।
২) দেশি নিউজ প্রশ্নঃ আপনি এলাকার মানুষের জন্য কি কি সামাজিক কাজ করেছেন ?
উত্তরঃ আমার ছাত্রত্ব শেষ হওয়ার পর থেকে সমাজসেবা বা সমাজ কর্মের উপর কাজ শুরু করি।আমি সামাজিক কাজে অবদান রাখার জন্য বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ ও জাতীয় মিনাল একাডেমীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে পদক পাই।এছাড়া সমাজের বিভিন্ন জটিল সমস্যা গুলো সমাধান করার চেষ্টা করি। বিভিন্ন স্কুল,মাদ্রাসা ও মসজিদের সাথে সম্পৃক্ত থেকে উন্নয়ন কাজ গুলো করে যাচ্ছি। মাদক নির্মূলসহ সমাজের বিভিন্ন অপকর্ম দূর করতে সীতাকুণ্ড পৌরসভার কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও সেক্রেটারী ছিলাম। তাছাড়া বিগত ২০১৫ সালে জামায়াতে ইসলামী থেকে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করি।কিন্তু তৎকালীন ফ্যাসিষ্ট সরকার আমার বিজয়টি ছিনিয়ে নেয়।
৩) দেশি নিউজ প্রশ্নঃ আপনি ফ্যাসিবাদী সরকারের আমলে কি রকম নির্যাতনের শিকার হয়েছেন ?
উত্তরঃ তৎকালীন ফ্যাসিবাদী সরকার আমার বিরুদ্ধে মিথ্যা,বানোয়াট,ভিত্তিহীন ও কল্পকাহিনী সাজিয়ে আমাকে ৮৬টি মামলা দেয়। এমনকি আমাকে ৪ বার বিভিন্ন মেয়াদে কারা ভোগ করতে হয় এবং দীর্ঘদিন কারাগারে থাকতে হয়।দীর্ঘ ১২ বছর ধরে আমাকে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে থাকতে হয়। আমার ২৫টির উপরে ব্যবসায়ীক কোম্পানীর ডিলারশিপ ব্যবসা ধ্বংস হয়ে যায়। এতে আমার প্রায় কয়েক কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়।
৪) দেশি নিউজ প্রশ্নঃ আপনি বিগত সরকারের আমলে ১৫/১৬ বছরে সাংগঠনিক তৎপরতা কেমন ছিল এবং তখন আপনি দায়িত্বে থাকা অবস্হায় সংগঠনের বিস্তৃতি কতটুকু অগ্রসর হয়ে ছিল ?
উত্তরঃ বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে আমি দায়িত্বে থাকা অবস্হায় অভ্যন্তরিন সব কাজ আমরা করেছি,ওপেন মিছিল ও সভা কম হয়েছে। সংগঠনের বিস্তৃতি আগের চেয়ে ও অনেক বেশী হয়েছে,রুকন, কমী' সাংগঠনিক ইউনিট অনেক বেশী হয়েছে। যা আপনারা জরিপ করে দেখলে বুঝতে পারেন।
৫) দেশি নিউজ প্রশ্নঃ বর্তমানে জেলার একজন সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে কর্মীদের মাঝে উত্তপ্ত বিরাগ ভাজন দেখা যাচ্ছে, এব্যাপারে আপনার বক্তব্য কি ?
উত্তরঃ ওটা তেমন কিছু না। বলতে গেলে এটা একটা অপ্রাসঙ্গিক কথা। কারণ জামায়াতে ইসলাম এমন একটি সংগঠন এখানে সকল স্তরের কর্মীদের মাঝে কোন ধরনের বিরাগ ভাজন নেই। সকলের একটাই উদ্দেশ্য আল্লাহ সুবহানাতালার সন্তুষ্টি অর্জন করা।
৬) দেশি নিউজ প্রশ্নঃ বর্তমানে পৌরসভায় নেতাকর্মীদের মাঝে আপনার প্রতি বিশাল একটি জনসমর্থন লক্ষ্য করা যায়,এটার কারণ কি ?
উত্তরঃ সংগঠনের সকল জনশক্তিকে আমি আমার আপন ভাই মনে করি। ২০০৬ সাল থেকে ২০১৫ ইং পর্যন্ত আমি পৌরসভার আমীর ছিলাম। সে সময় সকল জনশক্তির আপদে- বিপদে আমি পাশে থেকেছি। ফ্যাসিষ্ট সরকারের পুলিশি নিযা'তন,মামলা, হামলাসহ সকল বিষয়ে আমি জনশক্তির পাশে ছিলাম। হয়তো তাই সকলেই আমাকে ভালোবাসে।
৭) দেশি নিউজ প্রশ্নঃ বিগত আওয়ামী লীগ সরকারের সময় আপনাকে আদালতে বা অন্য কোন কোথাও নিয়ে গেলে কাউন্টার ট্যারিজম (সোয়াত) বাহিনী দিয়ে আনা নেয়া করতো এটার কারণ কি ছিল ?
উত্তরঃ সরকার আমার জনপ্রীয়তাকে ভয় করতো,আমাকে প্রথম দিন কোর্টে আনার পর জনশক্তির উপচে পড়া ভীড় দেখে সরকারের টনক নড়ে যায়। এর পর থেকে আমাকে কোর্টে আনার সময় সোয়াত ও র্যাব দিয়ে আনতো।
৮) দেশি নিউজ প্রশ্নঃ আপনি জামায়াতে ইসলাম করে আপনার সফলতা কতটুকু এবং ব্যর্থতা কতটুকু ?
উত্তরঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনের পতাকাবাহী একটি দল,একটি বিশ্ববিদ্যালয়।আমি এ দল করি একমাএ আল্লাহকে রাজি ও খুশী করার জন্য। আল্লাহ যদি আমার উপর খুশী হন তাহলে এইটাই আমার সফলতা। এ দল করার পরও আমি যদি চরিত্রবান ও আমানতদার হিসাবে নিজেকে গঠন করতে না পারি তাহলে সেইটাই আমার ব্যর্থতা।
৯) দেশি নিউজ প্রশ্নঃ আপনারা মনে করেন কি জামায়াত ইসলাম ক্ষমতায় আসবে ?
উত্তরঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতার জন্য রাজনীতি করে না। আল্লাহর রহমত হলে জনগণ যদি জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় তাহলে জামায়াত অবশ্যই ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।