স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধানঃ
খুলনার দাকোপ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ক্লাইমেট -স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২৪ ডিসেম্বর সকাল ১০টার দিকে দাকোপ উপজেলা ডি এই কৃষক প্রশিক্ষণ কেন্দ্র হলরুমে দাকোপ উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ কামরুল হাসান । কৃষক প্রশিক্ষণে অংশ গ্রহণকারী কৃষকদের সাথে বিশেষগুরুত্বের বিষয়ে আলোচনা করা হয় তার মধ্যে কৃষি জমিতে আমন ধানের রিলে ফসল হিসাবে সরিষা/খেসারী চাষ। পলিমালচের সাহায্য উচ্চ মূল্যের সবজি চাষ। জমিতে টাওয়ার ও বস্তা পদ্ধতিতে সবজি চাষ।, অ-মৌসুমে কি ভাবে তরমুজ চাষ করা যায় ,। মিনি পুকুরের পাড়ে তরমুজ চাষ কি পদ্ধতি ব্যবহার করে করা যায়। , পতিত জমিতে সুর্ষ্যমুখী চাষ, ও ঘেরের পাড়ে সবজি চাষ কি করে করা যায়। ভুট্টার সাথে আন্ত ফসল চাষ, এছাড়া কেঁচো সার তৈরী ও বিনা চাষে আলু কিভাবে চাষ করা যায় সে বিষয় বিস্তারিত আলোচনা করা হয় এ প্রশিক্ষণে।তবে দাকোপ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে ৩০ জন কৃষক এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করে।