স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধানঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির বটিয়াঘাটা উপজেলা শাখা আয়োজিত কর্মী সভা ২৭ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩ টার দিকে বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।বটিয়াঘাটা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ এজাজুর রহমান শামীমের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্ট।
প্রধান বক্তা হিসাবে উপস্হিত থেকে বক্তৃিতা করেন
খুলনাজেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু। বিশেষ অতিথি খুলনা জেলা বিএন পির যুগ্ম আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম, বিএনপি নেতা খান জুল ফিকর আলী,মোল্লা খায়রুল ইসলাম। অথিথীরা বিএনপির মধ্যে কোন ভাইয়ের রাজনীতি করা থেকে বিরত থাকা,কোন গুরুপিং না করার হুসিয়ারী দেন।গনতান্ত্রিক পন্থায় ত্যাগী নেতাকেই কমিটিতে দেয়ার প্রতিশ্রুতি দেয়া সহ বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং প্রধান অতিথি মনিরুজ্জামান মন্টু এজাজুর রহমান শামীম কে বটিয়াঘাটা বিএনপির ভার প্রাপ্ত আহবায়ক হিসেবে ঘোষণা করেন। এসময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাবেক সদস্য সুলতান মাহমুদ,আতায়ুর রহমান রুনু,জাফরী নেয়াজ চন্দন দায়িত্ব প্রাপ্ত দপ্তর সম্পাদক।এছাড়া আগামীর বটিয়াঘাটা বিএনপির কমিটি কোন পন্থায় গঠিত হবে সে সম্পর্কে প্রস্তাব রাখেন,বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম,জিয়াউর রহমান জিকু,কামরুল ইসলাম শিপার,আঃ ছাত্তার আকন প্রতিষ্ঠাতা বটিয়াঘাটা বিএনপি,সাবেক ছাত্রনেতা শাহীন,থানা বিএনপির সদস্য ও বটিয়াঘাটা প্রেসক্লাব আহবায়ক মোঃ আরিফুজ্জামান দুল, মোঃ বাহাদুর মুন্সি সদস্য সচিব বটিয়াঘাটা উপজেলা যুবদল, রাজু আহমেদ,আঃ মান্নান, সেলিম রেজা হাওলদার, শফিকুল ইসলাম মালঙ্গি, কবির গোলদার ৫ নং ভান্ডারকোট ইউনিয়ন,রেহেনা আফরোজ সুইটি সভাপতি বটিয়াঘাটা উপজেলা মহিলা দল,মাসুদুর রহমান,কানিজ ফতেমা,আজমল হোসেন, লিটন,ব্রজেন ঢালী, মোল্লা ইমরান আহমেদ,আসাবুর রহমান,আল মামুন,শাকিল আহমেদ প্রমুখ।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply