কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর হাতে গড়া বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা- জাসাস এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা জাসাস আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন ভিনদেশী সাংস্কৃতিক আগ্রাসন থেকে দেশবাসীকে রক্ষা করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাসাস প্রতিষ্ঠা করেছিলেন, বাংলাদেশী সংস্কৃতিকে যাতে আমরা বিশ্ব দরবারে তুলে ধরতে পারি, এই লক্ষ্যে জাসাস কে কাজ করতে হবে , গত ১৭ বছর ভিন্ন সংস্কৃতি আমাদের দেশে সয়লাব হয়ে গেছে -বাংলাদেশের, গুণীজন, শিল্পী কবি, সাহিত্যিক সংস্কৃতি কর্মী, বুদ্ধিজীবী, শিক্ষক,সাংবাদিক এদেরকে কদর করতে হবে।। গত ১৭ বছর ভিন্নমত পোষণ করলেই অত্যাচার নির্যাতন করা হয়, এই অপশাসন এবং অপসংস্কৃতি রোধে জাসাস কাজ করে যাবে । প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এসব কথা বলেন।
২৭ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩ টায় নাসিমন ভবন দলীয় কার্য্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাসাস উত্তরজেলার সভাপতি, সাবেক ছাত্রনেতা কাজী সাইফুল ইসলাম টুটুল।
সাধারন সম্পাদক আশ্রাফ উল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি বাবর উদ্দিন আহমেদ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক এম.এ হালিম।
উক্ত আলোচনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আগে
জাসাস,চট্টগ্রাম উত্তর জেলার নেতৃবৃন্দরা শহিদ জিয়ার স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং বর্ণাঢ্য
র্যালি আয়োজন করা হয়, উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাসাস উত্তর জেলার সিঃ সহ-সভাপতি সাহাদাত খন্দকার, সহ-সভাপতি আইয়ুব খান চৌধুরী,
দীপ্তকমল সাংস্কৃতিক একাডেমির অধ্যক্ষ এডভোকেট জুয়েল, খোরশেদ আলম, হেলাল খান, সুমন বাপ্পি, মোঃ শাহজাহান, শাহাদাত হোসেন, এড. মোঃ তারেক,রফিকুল ইসলাম লিটন, সাহেদ বিন হাশেম পলাশ, নুরুল আমিন চৌধুরী, মোহাম্মদ সাহেদ, সহ অসংখ্য নেতৃবৃন্দ।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply