এম মখলিছ খানঃ
সিলেট নগরীর দক্ষিণ সুরমা তেলিবাজারস্থ মোটরযানের ফিটনেস পরিদর্শনের স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করা হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) বিআরটিএ-র নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌসের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে প্রমাণসহ শহীদ আহমদ (২৮) নামের এক দালালকে আটক করে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়।
কারাদন্ডপ্রাপ্ত শাহীন আহমদ জালালাবাদ এলাকার নলকুট গ্রামের আজিজুর রহমান চুনুর ছেলে। এসময় শাহীন আহমদের কাছ থেকে বেশ কিছু গাড়ির কাগজপত্র এবং ডাক্তারের নকল সীল, গাড়ির কাগজপত্র করিয়ে দেওয়ার নাম করে গ্রাহকদের কাছ থেকে মোটা অংকের টাকা নেয়ার প্রমাণ মিলে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply