কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে ইত্তিহাদ ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি এবং মেধা বৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল ১১টা থেকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইত্তিহাদ ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি এবং মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ফাউন্ডেশনের সভাপতি তাহমীদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র সদস্য মোঃ নাইমুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
এস এম মোস্তফা আলম সরকার,ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক এডঃ মাওলানা তাওহীদুল হক চৌধুরী এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী প্রমূখ।
ইত্তিহাদ ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষা গত ১ নভেম্বর ২০২৪ ইং সালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭০০+ শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে প্রতিযোগিতায় উত্তীর্ণ ৯৬ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে ৩৫ জন শিক্ষার্থী মেধা তালিকায় এবং ৬১ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন,”ইত্তিহাদ ফাউন্ডেশন সীতাকুণ্ডের মানুষের জন্য কাজ করার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। আজকের এই বৃত্তি কার্যক্রম আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও এগিয়ে যেতে উৎসাহিত করবে।তিনি ইত্তিহাদ ফাউন্ডেশনের এ ধরনের মানবিক কার্যক্রম এবং শিক্ষাক্ষেত্রে অবদানের প্রশংসা করেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply