কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ
সীতাকুণ্ডে পৃথক দূর্ঘটনায় তিনজন নিহত ও আহত হয়েছে দুইজন। প্রথম দূর্ঘটনাটি ঘটে সকাল ১১ টায় সোনাইছড়ি মদনহাট এলাকায়, একটি দ্রুতগামী ট্রাক এক পথচারীকে চাপা দিলে সে ঘটনাস্হলেই মৃত্যুবরণ করে, অপর দূর্ঘটনাটি ঘটে বাড়বকুন্ড সিরাজ ভূইয়া রাস্তার মাথায়,একটি ট্রাক
ইঞ্জিন চালিত ধানমাড়াই মেশিন রবিবার বিকাল পাঁচটার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা এলাকায় পৌঁছালে সেসময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
হাইওয়ে পুলিশ ও ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ইঞ্জিন চালিত ধান মাড়াই মেশিনটি চার আরোহী নিয়ে ফেনী মুখী যাওয়ার সময় একটি ট্রাক তাদের টমটম মেশিনটির পিছন থেকে চাপা দেয়,এতে দুই জন ঘটনাস্থলে মৃত্যু ও বাকি দুইজন গুরুত্বর আহত হন। আহত শাহ আলম (৪৫) পিতা: আব্দুল মালেক বলেন,আমরা চট্টগ্রামের হাটহাজারী উপজেলা থেকে ধান কাটা ও মাড়াইয়ের কাজ শেষে ফেনী মুখী নেত্রকোনা যাওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডস্থ সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা এলাকায় ট্রাকে পিছন থেকে চাপা দেয়,এতে আমাদের দুইজন ঘটনাস্হলেই মারা যায়। আমি আর রফিকুল ইসলাম (৪০) পিতা:সোনা মিয়া, কমলা কান্দা, নেত্রকোনা আহত হই। আমরা দুইজনে ইঞ্জিন চালিত বাহনটি থেকে ছিটকে গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আইল্যান্ডের উপর গিয়ে পড়ি।
এতে আমাদের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক ভাবে জখম হয়। দূর্ঘটনায় নিহতরা হলেন, ইঞ্জিন চালিত ধানমারাই মেশিন যানের চালক ১) মোঃ রানা (৪৫) গ্রাম : সিদ্ধি, নেত্রকোনা, মোঃ খোকন (৩৫) পিতা : মোঃ সাইদুর রহমান,গ্রাম: কলমা কান্দা, নেত্রকোনা।
হাইওয়ে পুলিশ ট্রাকটি আটক করেছে,মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply