কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ
সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ী ইউনিয়নের বার আউলিয়া কাজলীপাড়া নিবাসী,সীতাকুণ্ড প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক বাবুল মিয়া বাবলার শ্বশুর মোঃ আব্দুল মোনাফ (৭০) আজ রোববার ২৯ ডিসেম্বর বিকাল ৩টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে ৪মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান।
আজ রোববার ২৯ ডিসেম্বর বাদে এশা বার আউলিয়া সোনাইছড়ী ইউনিয়ন পরিষদের মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে বার আউলিয়া বড় কবরস্থানে তাকে দাফন করা হবে।
সীতাকুণ্ড প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক বাবুল মিয়া বাবলার শ্বশুর মোঃ আব্দুল মোনাফের ইন্তেকালে সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ মোঃ ফোরকান আবু,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সাবেক সভাপতি এম হেদায়েত, এম সেকান্দর হোসাইন, সৌমিত্র চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী সহ সকল সদস্যবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply