।।প্রেস বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ আন্তঃজিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সেক্রেটারির ৪৬ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ১ জানুয়ারি বুধবার।
এ উপলক্ষে মরহুমের পরিবার সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট বাসভবনে ও হযরত শাহজানিয়া (রহঃ) মাজার শরীফ সংলগ্ন কবরস্থানে মরহুমের কবরে কোরআনখানি,কবর জেয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
উল্লেখ্য মরহুম মোঃ নুরুল ইসলাম সেক্রেটারি চট্টগ্রাম মহানগরীর কদমতলী অফিস থেকে মোটরসাইকেল চালিয়ে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট বাড়িতে আসার পথে সিটি গেইট এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৯৮০ সালের ১ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র,অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
মরহুম মোঃ নুরুল ইসলাম সেক্রেটারি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট এলাকার মরহুম নজির আহম্মদ এর পুত্র। তিনি একজন শ্রমিক বান্ধব সাহসী পরিবহন শ্রমিক নেতা ছিলেন। পরিবহণ শ্রমিকদের যে কোন সুবিধা -অসুবিধার প্রতি বিশেষ নজর রাখতেন এবং শ্রমিকদের যে কোন বিপদে-আপদে ঝাঁপিয়ে পড়তেন।
মরহুম মোঃ নুরুল ইসলাম সেক্রেটারি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তাঁর ভাটিয়ারীর মাদামবিবির হাটস্হ পুরাতন বাড়িতে মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়ে ও বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন। এছাড়া ১৯৮০ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সীতাকুণ্ড সফরে আসলে তৎকালীন মন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমদ, বন্যা ও পানিসম্পদ মন্ত্রী মরহুম ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকীসহ মাদামবিবির হাট গাবতল এলাকার পশ্চিম পাশ্বে সমুদ্র উপকুলীয় এলাকা বাঁধ নির্মানের জন্য পরিদর্শন করতে গেলে মরহুম নুরুল ইসলাম সেক্রেটারি ও তাদের সাথে ছিলেন এবং সবাই তাঁর বাড়িতে আতিথেয়তা গ্রহণ করেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply