নিজস্ব প্রতিনিধিঃ
"এসো দেশ বদলাই, পৃথিবী বদলে যাবে" স্লোগানে সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক কর্মসূচির বর্নাঢ্য র ্যালি ও শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সীতাকুণ্ড উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত, চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের ব্যবস্হাপনায় পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচী বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও কেএম রফিকুল বলেন, ,তরুনরাই পারে দেশ কে বদলে দিতে। তরুনরা যুগ যুগ ধরে দেশের দূর্সময়ে এগিয়ে এসেছে,তাদের পরিশ্রমে দেশের সব কিছু পরিবর্তন সম্ভব।আসুন আমরা সবাই দেশ কে উন্নযনের দিকে এগিয়ে নিয়ে যাই।
এসময় বিশেষ অতিঁঁথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের উপ- পরিচালক মোজাহিদুল হক,সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন,চট্টগ্রাম জেলা পরিবেশ কর্মকর্তা আশরাফ উদ্দীন,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাজাম্মেল হোসেন,সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা জামায়াত ইসলামের সাবেক সভপতি মাওলানা তৌহিদুল হক চৌধুরী, বক্তব্য রাখেন,ইউ এন ভই ডির কর্মকর্তা এস এম আরাফাত,ইউ এন আই ডির কো অর্ডিনেটর সত্যরন্জন ভট্টাচার্য্য, কর্মকর্তা সমবায় কর্মকর্তা আন্জুমান আরা,ছাত্র সংগঠনের ইমরান,হাসনাতকরিম,সাব্বির হোসেন নুর,তপু,নিপু ও পরিচালনায় ছিলেন দিবা। এতে আরও উপস্থিত ছিলেন "দৈনিক দেশি নিউজ ২৪" এর সম্পাদক ও দৈনিক বর্তমান কথা'র চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ দিদারুল আলম দিদার, দৈনিক ইনফো বাংলা'র সহ-সম্পাদক সাংবাদিক নির্দেশ বড়ুয়া ও সাংবাদিক রাফি সহ আরো অনেকে।
এর আগে ২৬শে ডিসেম্বর,২০২৪ইং গুলিয়াখালী সী বিচের সৌন্দর্য্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছিল। আজ মঙ্গলবার ৩০ ডিসেম্বর সকাল ১১ টায় সীতাকুণ্ড গুলিয়াখালী সী বীচে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিভিন্ন কর্মকর্তা,চট্টগ্রাম পরিবেশ অধিদ্তর, পর্যটন বিভাগের কর্মকর্তারা, মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন, বি ডি ক্লিন,ইপসা, গুলিয়াখালী যুব কল্যাণ সংঘ, গরীবের বন্ধু ফাউন্ডেশন,এবং সীতাকুণ্ডের সকল সামাজিক সংগঠনের প্রতিনিধিরা সহ মোট ১৬ টি সংগঠন।
দ্বিতীয় পর্বে পরিবেশ অধিদ্তর ও ক্লিন অপ সংস্হা যৌথ উদ্যোগে
আলোচনায় সমুদ্র সৈকত সৌন্দর্য ধরে রাখতে সবাই একমত হয়েছেন যে, সকলকে একযোগে কাজ করতে হবে। সভায় সকলেই একমত হয়েছেন যে,
বীচকে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য ফেলার ক্ষেত্রে কঠোর নিয়মাবলী প্রণয়ন করা হবে ও বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা করা হবে, স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা এবং প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য ফেলার ক্ষেত্রে কঠোর নিয়মাবলী প্রণয়ন ও বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা করা হবে।
"পরিবেশ রক্ষায় একসাথে চলি, প্লাস্টিক পণ্যের টেকসই ব্যবহার নিশ্চিত করি"আসুন শ্লোগান বাস্তবায়নে সকরে কাজ করি।