কাইয়ুম চৌধুরী,সীতাকুন্ডঃ
সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী হাজ্বী তোবারক আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের (টিএসি) প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আয়োজনে আগামী ৪ জানুয়ারী শনিবার দিনব্যাপী পূনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল বুধবার বিকালে স্কুলের হল রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজক কমিটি। এসময় অনুষ্ঠান বিষয়ে লিখিত বক্তব্য পেশ করেন পূনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক আলহাজ্ব মোঃ নুরুল আনোয়ার। তিনি বলেন, ১৯৬৮ সালে একদল স্বপ্নবাজ শিক্ষানুরাগী ও এলাকাবাসীর সন্মিলিত উদ্যেগের মাধ্যমে বার আউলিয়ার পূন্যভূমি চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের পথচলা শুরু হয়। হাঁটি হাঁটি পা পা করে আজ বিদ্যালয় ৫৭ বছরে পদার্পন করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক মোঃ নুরুল আবছার, মোঃ ফিরোজুল আলম, যুগ্ম সদস্য সচিব মোঃ সালামত, মোঃ খোরশেদ আলম,
মো. ফারুক হোসেন, মোঃ সালাহ উদ্দিন, মোঃ ইকবাল হোসেন, সদস্য সোহেল রানা রাজুসহ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের’ নেতৃবৃন্দ ও বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্রবৃন্দ।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply