সীতাকুণ্ডে প্রতিনিধিঃ
চট্টগ্রামে সীতাকুণ্ডে কদম রসূল পিমিয়ার লিগ সিজন ৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। গত কাল সন্ধ্যায় কদম রসূল এলাকায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, আলহাজ্ব মোঃ নুরুন্নবী চৌধুরীর সভাপতিত্বে ও বেলাল হোসাইনের সঞ্চালনায়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিন এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটিয়ারি ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব নুরুল আনোয়ার চেয়ারম্যান, ভাটিয়ারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম মেম্বার, ভাটিয়ারি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শেখ সাহাব উদ্দিন,সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থা সদস্য ইফতেখার আহম্মদ জুয়েল, এতে আরো উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির আহব্বায়ক নুরুল আলম সহ সকল সদস্যবৃন্ধ। খেলায় মোট ১০ টি দল অংশগ্রহন করে। সুফার জায়েন্ট কে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হন টিম ফায়টার্স।
কাজী সালাউদ্দিন বলেন, তরুন সমাজ দেশের ভবিষ্যৎ তাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহন করতে হবে। বিগত স্বৈরাচার সরকার রাষ্ট্রের সকল স্থরকে ধ্বংস করে দিয়েছে। যুব সমাজকে তা ঠিক করতে হবে। খেলাধুলার পাশাপাশি দেশগঠনে অংশ গ্রহন করতে হবে।