সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধিঃ
চট্টগ্রাম সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে মীর আরমান হোসেন (৪২) নামের এক শ্রমিক দলের নেতাকে মোবাইলে ফোন করে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর ছিন্নমূল বস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শ্রমিক নেতা মীর আরমান চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মীর মোতাহের হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জঙ্গলসলিমপুর ছিন্নমূল বস্তি এলাকায় বসবাস করেন। আরমান সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, জঙ্গল সলিমপুর ছিন্নমূল বস্তি এলাকার অস্থায়ী বাসিন্দা মীর আরমানের মোবাইলে সন্ধ্যা সাড়ে ৭টায় একটি ফোন আসে। ফোন পেয়ে তিনি বাইরে গেলে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে পেটে ছুরিকাঘাতে হত্যা করে ফেলে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন বলেন, বিএনপি নেতা আরমানকেকে বা কারা ডেকে নিয়ে হত্যা করেছে। আমরা ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার দাবি করছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, লোকটিকে কে বা কারা ছুরিকাঘাতে হত্যা করেছে। এর বেশি আমরা তাৎক্ষণিকভাবে বলতে পারছি না। আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি।
এদিকে, বিএনপি নেতা হত্যার প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী এফসিএ। তিনি হত্যাকারীদের কে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান।