বিশেষ সংবাদদাতাঃ
মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় নুরজাহান বেগম (৫০) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার পাঁচ্চর তেলের পাম্প সংলগ্ন মাদবরেরচর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নুরজাহান বেগম দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা শিকদারকান্দি এলাকার ভুলু শিকদারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে পাঁচ্চর তেলের পাম্প সংলগ্ন রেল লাইনের পাশে এক নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
তিনি রেললাইন পার হয়ে স্থানীয় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন বলে জানান পরিবারের লোকজন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply