নিজস্ব প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার (০৫) নং বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা ফ্রেন্ডস সার্কেল মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ টুর্নামেন্টে অংশ নিয়েছিল মোট ৩২টি দল, শুক্রবার (০৩ জানুয়ারি ২০২৫ ইংরেজি) ফাইনাল খেলায় মুখোমুখি হয় ভোলাইপাড়া সূর্যমুখী একাদশ এবং চিটাগাং কিংস। ফাইনালে ভোলাইপাড়া সূর্যমুখী একাদশ ট্রাইবেকারে চিটাগাং কিংসকে ১-০ গোলে হারায়। দর্শকদের উপস্থিতি ও আনন্দ উপভোগ ছিল ফাইনাল এ ম্যাচটির শেষ পর্যন্ত।
বাড়বকুন্ড ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. ইলিয়াস এর সভাপতিত্বে ও মো. সালাউদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক প্রচার সম্পাদক এবং জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার উপ সম্পাদক মো. সুজায়েত আলী চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাড়বকুন্ড ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রাসেল, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা, সীতাকুণ্ড উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শাহাবুদ্দিন রাজু, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার নুরুল আফছার, ব্যুরো প্রধান জাফর ইকবাল, বিএনপি নেতা খুরশিদ আলম, রেজাউল করিম খোকা, নুরুন্নবী সাইফুল, একরামুল হক, আক্তার হোসেন, নাসির উদ্দিনসহ অন্যান্যরা।
প্রধান অতিথি সুজায়েত আলী চৌধুরী বলেন, এ ধরনের টুর্নামেন্ট যুবসমাজকে ক্রীড়ামুখী করে তুলবে এবং তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলবে। পুরো আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানানো হয় স্থানীয় যুব সমাজকে, যারা স্বেচ্ছাসেবক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
মান্দারীটোলার এ ফুটবল টুর্নামেন্ট ক্রীড়াপ্রেমী দর্শকদের মনে আনন্দের স্মৃতি রেখে গেল-যা আগামী বছর আরও বৃহৎ পরিসরে আয়োজনের প্রত্যাশা জাগিয়েছে।