সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রাম সীতাকুণ্ডের ফৈজদারহাটস্হ ডিসি পার্ক ফুল উৎসব '২০২৫ এর শুভ উদ্বোধন আজ ৪ জানুয়ারি সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোঃ নজরুল ইসলাম।
চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরষদ বিভাগের যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) মোহাম্মদ খোরশেদ আলম খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ নূরুল্লাহ নূরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা,
উপপরিচালক( স্থানীয় সরকার,চট্টগ্রাম জেলা) মোঃ নোমান হোসেন, মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব ড. জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) এ. কে. এম. গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদি উর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরীফ উদ্দিন, সীতাকুণ্ড ইউ এন এ কে এম রফিকুল ইসলাম,সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন,সহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সাংবাদিকবৃন্দ।
১৩৬ প্রজাতির ফুলের লক্ষাধিক ফুলের সমারোহে ডিসি পার্কে চট্টগ্রাম জেলা প্রশাসন মাসব্যাপি আয়োজন করেছে “চট্টগ্রাম ফুল উৎসব- ২০২৫"। “ফুলের মতন আপনি ফোটাও গান" এই প্রতিপাদ্যকে সামনে রেখে তৃতীয়বারের মত ফুল উৎসবের আয়োজিত হয়েছে।
উল্লেখ্য, প্রায় ১০ বছর ধরে এই এলাকাটি ছিল অবৈধ দখলদারের হাতে। চলতো অবৈধ মাটি উত্তোলন, অসামাজিক কার্যকলাপ। সন্ধ্যা হতেই এলাকাটি হয়ে উঠত ভয়ংকর, মাদক ব্যবসায়ী, মাদকসেবীদের আড্ডার, অপরাধীদের স্বর্গরাজ্য ছিল এটি। আজ থেকে দুই বছর আগে জেলা প্রশাসন এর নির্দেশনায় উপজেলা প্রশাসন, সীতাকুণ্ড সেই মাদকের আস্তানা গুড়িয়ে দিয়ে এই ১৯৪ একর খাসজমি উদ্ধার করে। পরবর্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে এখানে প্রতিষ্ঠা করে দেশি বিদেশী ফুলের সমারোহে ডিসি ফ্লাওয়ার পার্ক।
জেলা প্রশাসন, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত মাসব্যাপী এবারের "চট্টগ্রাম ফুল উৎসব-২০২৫ এ থাকবে মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুরি উৎসব, ফুলের সাজে একদিন, পিঠা উৎসব, লেজার লাইট শো, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ ইত্যাদি। এবারের আয়োজন এর অন্যতম আকর্ষণ ভাসমান ফ্লাওয়ার গার্ডেন। এবারের ফুল উৎসব উৎসর্গ করা হয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহত সকল শহীদদের উদ্দেশ্যে। এ লক্ষ্যে গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে স্থাপন করা হয়েছে গণঅভ্যুত্থান কর্নার।
উদ্বোধনের প্রথম দিন ছিল দর্শকদের উপচে পড়া ভিড়,আকাশ মেঘলা হলেও ফুল পেমীদের কোন বাধা হয়ে দাড়ায়নি,দর্শকদের ঘুরাঘুরি,খাওয়া দাওয়া,ছবি,সেলফি তোলার মধ্য দিয়ে উদ্বোধনী দিনে ছিল মুখরিত।প্রবেশ মূল্য ৩০ টাকা থেকে ৫০ টাকা ধার্য্য করা হয়েছে।