স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধানঃ
খুলনার দাকোপ উপজেলায় বাজুয়া এস এন কলেজের পরিত্যাক্ত ভবনে বাংলাদেশ সরকারের নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী ছাত্র লীগের জন্মদিন পালন করায় তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবি (৪ জানুয়ারি) রাত আনুমানিক আট সময় ছাত্র লীগের জন্মদিন পালন করে তারা।
গ্রেপ্তার কৃতরা হল দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়নে চুনকুড়ি গ্রামের জিয়াউর রহমানের পু্ত্র মানিক শেখ (২০), বাজুয়া ইউনিয়নের সুজিত দাসের পুত্র দিপু দাস (২১ সাগর) ও বানিয়াশান্তা ইউনিয়ন আমতলা গ্রামের পলাশ বিশ্বাসের পুত্র শান্ত বিশ্বাস (২২) কে উপজেলার,বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে দাকোপ থানার পুলিশ।
দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, গ্রেপ্তার কৃতরা রবিবার রাতে ছাত্রীলীগের প্রতিষ্ঠাবার্ষীকি পালন ও রাষ্ট্রীয় সম্পদ ধংস করার পরিকল্পনা কারী উল্লেখ করে বানিশান্তা ইউনিয়ন খেজুরিয়া গ্রামের রাজুখান বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে আরো ১০/১৫ জনকে অজ্ঞাত করে সন্রাস বিরোধী আইনে দাকোপ থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১ তাং ৬/১/২৫। পরর্তীতে আটক কৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply