রাফি চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে নতুন পাড়ার ফাউন্ডেশনে উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধায় নতুন পাড়া ফাউন্ডেশন ব্যাডমিন্টন (দ্বৈত) টুর্ণামেন্ট-২০২৫ইং আয়োজনে নতুন পাড়ায় এলাকায় মাঠে ব্যাডমিন্টন এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
নতুন পাড়া ফাউন্ডেশনের সভাপতি মোঃ রাশেদুল আলম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান সঞ্চালনায় খেলার উদ্বোধন করেন বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপি সভাপতি ও উপদেষ্টা আবুল কালাম আজাদ।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জর্জ কোট সিনিয়র আইনজীবী আলহাজ্ব এ্যাডভোকেট জাফর উল্ল্যাহ ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন নতুনপাড়া ফাউন্ডেশন উপদেষ্টা কাজী মোঃ সেলিম উদ্দিন, উপদেষ্টা এ.কে.এম নুর নেওয়াজ, উপদেষ্টা আব্দুল মজিদ, উপদেষ্ট কাজী মোঃ হানিফ,উপদেষ্টা মোঃ কামাল উদ্দিন, উপদেষ্টা মোঃ সাইফুল ইসলাম খোকন, উপদেষ্টা মোঃ শাহাদাত হোসেন, উপদেষ্টা মোঃ এজাহার মিয়া, উপদেষ্টা মোঃ আবু তাহের, উপদেষ্ট মোঃ জয়নাল ভূঁইয়া,উপদেষ্টা মোঃ মহিউদ্দিন রহমান,উপদেষ্টা মোঃ আব্দুর রহিম, উপদেষ্টা মোঃ নজরুল ইসলাম, উপদেষ্টা এ্যাডভোকেট আরিফুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।
খেলায় সীতাকুণ্ড এক্সপোটিং ক্লাব দল বনাম বাঁশবাড়িয়া ভাই-বন্ধু জুনিয়র দল খেলে বিজয়ী হয়েছে সীতাকুণ্ড এক্সপোটিং ক্লাব দল। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।