স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধানঃ
খুলনার দাকোপের কৈলাশগজ্ঞ ইউনিয়নের রাইনী
খাল এলাকায় কৃষকদের নিয়ে তরমূজ মৌসুমে এ্যডভান্স সিড কম্পানীর বীজের গুনগত মান নিয়ে সমাবেশ অনৃষ্ঠিতহয়েছে।১৩ জানুয়ারী সন্ধ্যার দিকে কৃষক সমাবেশে বীজের গুনগত মান নিয়ে বক্তৃতা করেন,এ্যাডভান্স সিড কোম্পানীর ম্যানেজার সজীব। এসময় উপস্হিত ছিলেন এলাকার ডিলার চঞ্জল মন্ডল, রিটেইলার প্রশান্ত মন্ডল সহ কৃষক বৃন্দ।