চট্টগ্রামের সীতাকুণ্ডে আদালতের আদেশে নিজের জায়গায় কাজ করার সময় প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাট এলাকায় জাহানাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন কায়সারুল আলম (৪৫), তাইফুর হাসান (২০), জান্নাতুল ফেরদৌস (৩৫), সাইফুল ইসলাম (৩৪), মোঃ বখতিয়ার মিয়া (৫৩)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে সীতাকুণ্ড থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানার অভিযোগ সূত্রে জানা যায়, জাহানাবাদ মৌজার বি.এস ৮৫৯ নং খতিয়ানে বি.এস ১৮৪৩ দাগের ৪৯ শতক জমি নিয়ে কায়সারুল আলম সাথে দীর্ঘদিন একই এলাকা জসিম উদ্দিনের বিরোধ চলে আসছিল। সাম্প্রতি আদালতের রায় পেয়ে উল্ল্যেখিত জায়গায় কায়সারুল আলম কাজ করতে গেলে জসিম উদ্দিন দলবল নিয়ে হামলা চালায়। এতে ৫ জন আহত হন। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কায়সারুল আলম বলেন, ২০২৪ সালে সিনিয়ার সহকারি জজ আদালত, অপর মামলা নং ৭৭/২৪ দায়ের করি। আদালত উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে আমার পক্ষে আদেশ দেন। আমি জায়গার উপর কিছু কাজ করতে গেলে জসীম উদ্দিনের নেতৃত্বে শাহীন, আশিক, জিসান, মানিক, সাদ্দাম, জাহেদসহ অজ্ঞতানামা আরো কিছু সন্ত্রাসী আমাদের উপর হামলা করে। সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে আমি পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে নিয়মিত মামলা রুজু হবে।