স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধানঃ
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণর ভাবনায় নতুন বাংলাদেশ বিনির্মানে যুবদের ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারী বুধবার বেলা ১২টার দিকে দাকোপ উপজেলা পরিষদ মাঠ চত্বরে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য করেন
দাকোপ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন সরদার, বক্তৃতা করেন দাকোপ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জুবায়ের জাহাঙ্গীর, দাকোপ কন্টিনজেন্ট কমান্ডার লেঃ শহীদুল আলম আনসারী,দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, দাকোপ উপজেলা শাখার বাংলাদেশ জামাতে ইসলামের আমির মাওলানা আবুসাইদ, চালনা পৌরসভার সাবেক সভাপতি শাকিল আহমেদ দিলু, আহবায়ক মোজাফফর হোসেন, খুলনা জেলা ক্রিড়া সদস্য ফাহাদ উদ্দীন পারভেজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাকোপ শাখার আলামীন হোসেন, সহ বিভিন্ন দপ্তরের প্রধান গন ও সাংবাদিক বৃন্দ এবং স্কুল কলেজের ছাত্র ছাত্রী শিক্ষক বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে 'আগামীর তারুণ্যের ভাবনায় বাংলাদেশ শীর্ষক কর্মশালাটি একটি ব্যতিক্রম উদ্যোগ আমরা আশাকরি এই কর্মশালার মধ্যেদিয়ে নতুন প্রজম্ন নতুন ভাবে দেশ গড়ার গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে।