চট্টগ্রাম সীতাকুণ্ডের বাঁশবাড়ীয়া ও কুমিরা গুপ্তছড়া ফেরি কার্যক্রম পরিদর্শনে আসেন তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় উপদেষ্টা সন্দ্বীপের কৃতি সন্তান ডা.ফাওজুল কবির। এ সময় ওনার সাথে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সন্দ্বীপের আরেক কৃতি সন্তান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য সাবেক কেন্দ্রীয় শিবিরের প্রচার সম্পাদক চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন শিকদার চৌধুরী। সাথে ছিলেন সীতাকুন্ড উপজেলা জামায়াতের সেক্রেটারি সাবেক কমিশনার মোঃ তাহের, সীতাকুন্ড উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মোঃ কুতুব উদ্দিন শিবলী সহ স্হানীয় নেতৃবৃন্দগন।
মাননীয় উপদেষ্টা ডা.ফাওজুল কবির ওনার বক্তব্যে বলেন, সন্দ্বীপবাসীর এই ফেরিঘাটে উন্নয়নের কাজে কেউ যদি বাঁধা প্রদান করে তাঁদেরকে ছাড় দেওয়া হবে না! সন্দ্বীপের বাসিন্দারা যাতে নিরাপদে চলাচল করতে পারে সে ব্যাপারে সর্বোচ্চ নজর দেওয়া হবে।
জামায়াতে ইসলামীর জেলা আমীর ওনার বক্তব্যে বলেন,স্থানীয় এপার ওপারের ভাইদের নিয়ে সকলে ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে সকল অন্যায়ের মোকাবেলার মাধ্যমে ফেরিঘাটের চলাচলসহ যাবতীয় সকল সমস্যা দূর করা হবে ইনশাআল্লাহ।