স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. নতুন শাখায় গোয়ালাবাজার কাহের ম্যানশন শপিং কমপ্লেক্সে শুভ উদ্বোধন হয়।
রবিবার (১৯ জানুয়ারি )বেলা সাড়ে ১২টায় গোয়ালাবাজার এসএমই/কৃষি শাখা নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করে সংশ্লিষ্ট শাখা প্রাঙ্গণে কাহের ম্যানশন শপিং কমপ্লেক্সের (২য় তলায়) যাত্রী ছাউনী সংলগ্ন আয়োজিত হয়েছে।
স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. নতুন শাখায় উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ঠিকানায় শাখা দুটির কার্যক্রম উদ্বোধন করেন স্ট্যান্ডার্ড ব্যাংকের qপরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের সিলেট অঞ্চলের প্রধান আবু রাহেদ খন্দকার; ওসমানী নগর, সিলেট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, পিপিএম; ব্যাংকের বিশ্বনাথ শাখার শাখাপ্রধান কামাল আহমদ ও গোয়ালাবাজার শাখার শাখাপ্রধান সদানন্দ দেবনাথ; ডা. মাহমুদুল মজিদ চৌধুরী; স্থানীয় লার্নিং সেন্টারের পরিচালক মইন উদ্দিন; বিশ্বনাথ ব্যবসায়ী সমিতি’র সেক্রেটারি জয়নাল উদ্দিন; বিশিষ্ট ব্যবসায়ী শাহনুর হোসেন ও আলাউদ্দিন রিপন এবং যুক্তরাজ্য প্রবাসী আব্দুল সালাম শেখসহ স্থানীয় শিল্পপতি, ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহকবৃন্দ ও গণ্যমান্য এবং সাংবাদিক ব্যক্তিবর্গ এছাড়া আরো অনেকে উপস্থিত ছিলেন।