সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রাম সীতাকুণ্ড পুলিশ একটি নাইটকোচ তল্লাশী চালিয়ে ৭ হাজার ৩ শত ইয়াবা সহ দুই মহিলাকে আটক করেছে, আটককৃত দুই মহিলা সম্পর্কে মা-মেয়ে হয়। সীতাকুণ্ড মডেল থানার এসআই জাফর আলম জানায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি নাইট কোচ (রিল্যাক্স) পরিবহনে রাত সাড়ে ১২ টায় সীতাকুণ্ডে তল্লাশী চালায়, তল্লাশীকালে দুইজন মহিলার শরীর থেকে ৭ হাজার ৩ শত ইয়াবা উদ্ধার করে পুলিশ। তাদেরকে বাস থেকে নামিয়ে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা জানায়,তাদের নাম বিবিজান(৪০) স্বামী-মীর আহমদ, কুতুবপালং, উখিয়া, কক্সবাজার। অপরজন তাঁরই মেয়ে রুমা আক্তার (২২)।তাঁরা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
ধারনা করা হচ্ছে তারা কোন ইয়াবা চোরাকারবারীর মাল টাকার বিনিময়ে বহন করছিল, ব্যাপক জিজ্ঞাবাদ করলে আসল ইয়াবা ক্রেতা -বিক্রতা চোরাকারবারীদের নাম ঠিকানা জানা যাবে।
আটককৃত মা - মেয়েকে মাদক আইনে মামলা দেখিয়ে আজ মঙ্গলবার কোর্টে চালান দেয়া হয়েছে।