নাহিদ হাসান, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) সকালে পাথরডুবি ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পাথরডুবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সবুরের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন, ইউপি সহকারী সচিব, মোখলেছুর রহমান, ইউপি সদস্য, আব্দুস সাত্তার, মোকাদ্দেস আলী, তোফাজ্জল হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রুকনুজ্জামান, সৌরভ শেখ, আদীব মাহমুদ।
কর্মশালায় বৃক্ষ রোপন, শব্দ দূষণ রোধ, পরিচ্ছন্নতা অভিযান ও স্যানিটেশন ও হাইজিন বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষে এর সমস্যা ও সমাধানের উপায় উপস্থাপন ও পরামর্শ প্রদান করেন তরুণরা।
এতে ইউপি সদস্যগণ, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply