মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরীঃ
মৌলভীবাজার সদর উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে গঠিত উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২০ জানুয়ারি দুপুরে উপজেলার নির্বাচন অফিসের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজ উদ্দিন এর সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক এর সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, আজ থেকে ৩ ফ্রেরুয়ারি পর্যন্ত ভোটার হালনাগাদের অংশ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলবে।
ভোটার হালনাগাদ কার্যক্রম একটা গণতান্ত্রিক দেশের গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। ভোটার হওয়ার যোগ্যতা রাখে এমন কোন নাগরিক যেন হালনাগাদ থেকে বাদ না যায় সেদিকে যথেষ্ট গুরুত্ব রাখতে হবে।
ভোটার হতে ইচ্ছুক নাগরিকদের তথ্য নেওয়ার সময় গুরুত্ব দিয়ে তথ্য লিপিবদ্ধ করতে হবে, যেন শব্দের বানানসহ আনুষঙ্গিক তথ্য ভুল না হয় লক্ষ্য রাখতে হবে। এবং উপস্থিত সকলকে তথ্য সংগ্রহে সহযোগিতা করার পরামর্শ দেন। এবং কোন ধরনের সমস্যা হলে উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করার অনুরোধ করে বলেন, কোন দালালের শরণাপন্ন না হওয়ার জন্য বিশেষ ভাবে জনগনের প্রতি অনুরোধ জানানো হয়।
তারা আরো বলেন, ভোটার হালনাগাদ কার্যক্রমে ভোটার হওয়ার যোগ্যতা রাখে এমন ব্যক্তিদের সম্পৃক্ত করতে ব্যাপক প্রচার প্রচারণা চালাতে হবে এজন্য ইউনিয়ন ভিত্তিক মাইকিং করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানো এবং প্রতিটি মসজিদে জুম্মার নামাজের সময় ইমাম সাহেবের মাধ্যমে প্রচার প্রচারণা চালানোর ব্যবস্থা করতে হবে। ধর্মীয় সংখ্যালঘুদের কেউ যেন ভোটার হতে বাদ না পড়ে সে বিষয়ে যথাযথ গুরুত্ব দিতে হবে।
সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোঃ মাহবুবুর রহমান, খলিলপুর ইউপি চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, মোস্তফাপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইমরান, যায়যায়দিন’র স্টাফ রিপোর্টার ও সমন্বয় কমিটির সদস্য মোঃ আব্দুল ওয়াদুদ, উপজেলা জামে মসজিদ’র ইমাম প্রতিনিধি শেখ মোঃ শাহ আলম, সদর উপজেলা জামায়াত’র সেক্রেটারী দেওয়ান আশিকুর রশিদ চৌধুরী, নায়েবে আমীর প্রকৌশলী জহিরুল ইসলাম জাকির, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মোঃ ইসমাইল আলী প্রমূখ।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌর বিএনপির আহবায়ক সৈয়দ মমসাদ আহমদ, সাংবাদিক মো: শাহজাহান মিয়া, ব্যবসায়ী সাকের আহমদ, শাহান আহমদ, প্রবাসী কমিউনিটি নেতা শামিম তরফদার। পরে তাঁর সভাপতিত্বে উপজেলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply