গতকাল মঙ্গলবার ২১ জানুয়ারী ২০২৫ ইংরেজি সীতাকুণ্ড মডেল থানা গেরাওয়ের খবর পাওয়া গিয়েছে। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, দুপুর দেড়টায় জামায়াতে ইসলামীর সাবেক আমীর এবং সামাজিক সংগঠক ও ৩টি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এডঃ মাওলানা তাওহীদুল হক চৌধুরীকে আওয়ামী লীগের আমলে দায়েরকৃত ১টি মামলার ওয়ারেন্ট মূলে তাঁর ঘরে গিয়ে প্রথমে তাঁর পরিবারের সাথে অসৌজন্য মূলক আচরণ করা সহ তাওহীদ'র ছবি চায়। এমতাবস্থায় এএসআই বাসু জামায়াতের সাবেক আমীর (তাওহীদ) কে ফোন দিয়ে আপনি কোথায় জানতে চাইলে, তিনি (তাওহীদ) বলেন, আমি সীতাকুণ্ড নামার বাজারের সামনে আছি, আপনার কোনো প্রয়োজনে এখানে আসতে পারেন অথবা আমি থানায় যাব গিয়ে দেখা করবো। এ-সময় এএসআই বাসু বলে উঠেন আমি আপনার ঘরের মাল ক্রোক করতে চাই, এটা কি করবেন? তখন জামায়াত নেতা তাওহীদ রেগে গেলে, এএসআই বাসু জামায়াত নেতা তাওহীদ'র ঘর থেকে চলে যান। এরপর সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে জামায়াতের নেতা তাওহীদকে নিয়ে এলাকার ২০০/২৫০ জন স্থানীয় জনগণ এবং জামায়াত শিবিরের নেতাকর্মীরা থানা ঘেরাও করলে থানার সেকেন্ড অফিসার জাফর উত্তেজনাকর মূহুর্তটি বুদ্ধিমত্তার সহিত এএসআই বাদশা বুলবুল, ডিবির আনিসুল হক এবং উক্ত জামায়াত নেতা সাবেক আমীর (তাওহীদ) সহ মিলে নেতাকর্মীদের বুঝিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনেন। ধারনা করা হচ্ছে বিষয়টি গ্রুপিং এর কারণে হতে পারে। হয়তো পুলিশের দারোগা (এএসআই) বাসুকে একটি গ্রুপ মিসগাইড করে সাবেক এই আমীরের বাড়িতে পাঠায়। যেহেতু সীতাকুণ্ডে একটি গ্রুপিং আছে তাই হতে পারে কেউ সাবেক আমীর (তাওহীদ) এর পিছনে পুলিশ লাগিয়ে তাঁর জনপ্রিয়তার ধস নামানোর চেস্টা করছে।