সনাতনী ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী শিবচতুর্দশী মেলাকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ডে ২০২৫-২৬ সালের নবনির্বাচিত সীতাকুণ্ড মেলা কমিটির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (২৫ জানুয়ারী) সকাল ১১ ঘটিকায় প্রেমতলাস্থ মেলা কমিটির নিজস্ব কার্যালয়ে নবনির্বাচিত সাধারণত সম্পাদক মনোজ কুমার নাথকে ফুল দিয়ে বরন করে নেন বিদায়ী সাধারণ সম্পাদক বাবুল কান্তি শর্মা। এরপর নবনির্বাচিত সাধারণ সম্পাদক কে দায়িত্ব হস্তান্তর করে বিদায়ী সাধারণ সম্পাদক বলেন, আমি বিদায় নিলেও নতুন কমিটির পাশে থেকে সর্বাত্ত্বক সহযোগিতা করবো।
নবনির্বাচিত সাধারণত সম্পাদক মনোজ কুমার নাথ বলেন, বিগত ১৭ বছর এই মেলা কমিটিকে স্বাধীন ভাবে কাজ করতে দেওয়া হয়নি। অনেক অনিয়ম দূর্ণীতি হয়েছে। যার ফলে ভোগান্তির শিকার হয়েছিলো আগত তীর্থ যাত্রীরা। আমি চেষ্টা করবো দূর দুরান্ত থেকে আগত এবারের তীর্থ যাত্রীরা যেন নির্ভিগ্নে তীর্থ সম্পন্ন করে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারেন তার ব্যবস্থা করতে। এর জন্য তিনি জাতি ধর্ম দলমত নির্বিশেষে সবার সার্বিক সহযোগীতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রী,অর্থ সম্পাদক পাপন কৃষ্ণ দাশ, সহ-অর্থ সম্পাদক সুজন মল্লিকসহ অনেকে।