যে অপশক্তি অপশশাসনের বিরুদ্ধে দেশের আপামর জনসাধারণ লড়াই করলো , প্রাণ উৎস্বর্গ করলো বিজয় অর্জন করলো - সেই অপশক্তি আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে l এবার সিলেট কোতোয়ালি থানায় চাঁদাবাজি মামলা দায়ের করা গত স্বৈরাচার আমলের ঘনিষ্ট মিত্র জাতীয়পার্টি নেতা নজরুল ইসলাম বাবুল !
তার ইশারা ইঙ্গিতে আর অর্থের ঝনঝনানীর লোভে মোহিত হয়ে সিলেটের কোতোয়ালি থানা পুলিশ ২৪ এর রাজপথের যোদ্ধা অসংখ্য গায়েবি মামলার আসামি নির্যাতিত যুবদলনেতা জামাল আহমেদ খান ও সিলেট বিএনপির পরিচিত সবার প্রিয় লল্লিক আহমেদ চৌধুরীর উপর মামলা হয়েছে l যে মানুষগুলো বিএনপি করার কারণে এতদিন আওয়ামীলীগ আর তাদের মিত্র জাতীয়পার্টির নির্যাতনের শিকার হয়েছে- ৫ আগস্ট দিনবদলের পরও যেন বিএনপির এই ত্যাগী নেতাকর্মীদের ভাগ্য পরিবর্তন হয়নি l নতুন দিনেও তারা মামলা খাচ্ছে !
যে ঘটনাটি নিয়ে তাদের উপর চাঁদাবাজির মামলা সেটি বিশ্লেষণ স্পষ্ট বুঝা এটি বিএনপির রাজপথের নেতাদের উপর পরিকল্পিত মামলা ! ফিজা এন্ড কোং সুবিধবাজার ব্রাঞ্চে চাঁদাবাজির যে অভিযোগ আনা হয়েছি সেটি ভিত্তিহীন এবং মিথ্যা l সিসি ফুটেজের কোথাও দেখা যায়নি জামাল এবং লল্লিক ভাই ফিজা শোরুমের সামনে ছিলেন অথবা আশেপাশে l তাহলে কেন তাদের উপর চাঁদাবাজির মামলা ?