ছাতকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প’র (১ম সংশোধিত) উপকারভোগী কৃষক’কৃষাণীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৬ জানুয়ারি ) বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের নুরুল্লাপুর কৃষি মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এলাকার কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন।
সিলেট অঞ্চলের কৃষি বিভাগের অতিরিক্ত পরিচালক ডঃ কাজী মজিবুর রহমানের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা শাহ পারভেজ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুল হক পাটওয়ারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপপরিচালক বিমল চন্দ্র সোম, এডিএসআরএমটিপি, ডিএই (ঢাকা) প্রকল্প পরিচালক মোঃ রকিব উদ্দিন।
এসময় উপসহকারী কৃষি কর্মকর্তা শোহেব মাহমুদ, আলা উদ্দিন, মোজাম্মেল হক, বিদ্যুৎ তালুকদার, মাশরুফ হোসেনসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত সচিব মাহবুবুল হক পাটোয়ারী পতিত জমিতে ফসলের আবাদ বৃদ্ধি, সারের সুষম ব্যবহার, মাটির স্বাস্থ্য সুরক্ষা ও টেকসই ফসল উৎপাদনের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ সোনার বাংলা গড়ে তুলতে কৃষকদের উদ্বুদ্ধ করেন। পাশাপাশি ধান উৎপাদনের সাথে রবি মৌসুমে ভুট্টা, সরিষা, গম, সুর্যমূখী, মাসকলাই, আলুসহ সকল ধরনের সবজি উৎপাদনের গুরুত্বারোপ করেন তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান।
এর আগে সকালে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হলে ছাতকের বিভিন্ন ইউনিয়নের কৃষক,কৃষাণীদের মাঝে কৃষি উৎপাদন কলাকৌশল বিষয়ে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply