তিনি সীতাকুণ্ড প্রেসক্লাবে এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৫/০১/২০২৫ইং তারিখ শনিবার দিবাগত রাত চট্টগ্রাম জেলার খুলশী থানার অভিজাত এলাকায় ডিবি পরিচয়ে আব্দুল মান্নান নামীয় ব্যক্তিসহ ১২জন মিলে ডাকাতি কালে পুলিশ প্রশাসন কর্তৃক গ্রেফতার হয়। কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয়-এই সংবাদ বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেট্রিক মিডিয়া, সীতাকুণ্ড বিস্ময় নামে পেইসবুক গ্রুপ,ফেক আইডিগুলো,নিউজ ২৪.এটিএন ও স্থানীয় সীতাকুণ্ড নিউজ-২৪ নামক নাম, ঠিকানা বিহীন পোর্টালের মাধ্যমে- উক্ত আব্দুল মান্নান কে সীতাকুণ্ড উপজেলা ও বড় দারোগা হাট এলাকার বিএনপির নেতা হিসাবে উল্লেখ করে। এতে আমাদের সীতাকুণ্ড ও বড়দারোগা হাট বিএনপির নাম ভাঙ্গিয়ে যে সংবাদ প্রচার করা হয় তা-সত্য নয় বরং ষড়যন্ত্র মূলক অপপ্রচার।
প্রকৃত পক্ষে আব্দুল মান্নান নামের ব্যক্তিটি আমাদের সীতাকুণ্ড উপজেলার স্থানীয় অধিবাসি নয় এবং ২নং বারৈয়াঢা ইউনিয়ন বিএনপি এবং সীতাকুণ্ড বিএনপির কোন সদস্যও নয়। ফলে বিভ্রান্তিমূলক খবর প্রচারের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাব মূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়। বিষয়টি দৃষ্টিগোচর হলে- ২নং বারৈয়াঢা বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দীন মাসমু এবং সভাপতি মোঃ জাফর ভূঁইয়া এহেন মিথ্যা খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে স্থানীয় সীতাকুণ্ড প্রেসক্লাবকে বিবৃতি প্রদান করে বলেন, আমাদের দলের নামে মিথ্যা প্রচারণা করে দলের ভাবমুর্তিকে চরমভাবে ক্ষুন্ন করেছে একটি চক্র। আটককৃত আব্দুল মান্নানের বাড়ী মিরসরাই থানা এলাকায়, সে গনি মার্কেটে কোকারিজ দোকানে চাকুরী করাকালে চুরি করে ধরা পড়ে চাকুরী হারায়, কিছু পরিচিতি ব্যক্তির সাথে দহরম মহরম ও সামাজিক কাজের আড়ালে সে আরো কয়েকটি অপকর্ম করে ,সর্বশেষ ডাকাতি করতে গিয়ে খুলশীতে ধরা পড়ে।
সে বিএনপির সাথে কোনদিন একটি মিছিলেও অংশগ্রহন করতে কেউ দেখেছে প্রমান দিতে পারবেনা ।তবে সীতাকুণ্ড সদরবাসী ভাল করে বলতে পারবে সে কোন দল করতো।
তাই উল্লেখিত মিডিয়া সমূহ ও সীতাকুন্ড প্রেসক্লাবকে জাতীয়তাবাদী দলের কোন সংবাদ প্রকাশের ক্ষেত্রে অবশ্যই সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্ববায়ক ও সদস্য সচিব এবং প্রত্যেক ইউনিয়নের সভাপতি/সম্পাদকসহ নেতৃবৃন্দের সাথে আলাপ করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply