কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ
চট্টগ্রাম জেলার ১৫ টি উপজেলার মধ্যে ফুটবল টুর্ণামেন্ট প্রতিযোগীতা ফাইনাল খেলা আজ সোমবার সম্পন্ন হয়েছে। এতে বাঁশখালী বনাম সীতাকুণ্ড খেলা ড্র হলে পরবর্তী ট্রাইবেকারে ৪-৫ গোলে বাঁশখালী উপজেলা চ্যাম্পিয়ন , সীতাকুণ্ড উপজেলা রানার্স অপ অর্জন করেন।
এরপূর্বে হাটহাজারী উপজেলাকে ৭-০ গোলে পরাজিত করে সীতাকুণ্ড উপজেলা ফাইনালে খেলার গৌরব অর্জন করেন।
সীতাকুন্ড উপজেলা টিমে খেলেন সচদমান স্বাধীন,শিপন,রাকিব,প্রকাশ,রিফাত,রবিন,অভি,আওয়াল,তপু,সোহান,
শাহরিয়ার,রোহান,সন্নাবি,আবু হানিফ,নাজিব,সৈরভ,ফরহাদ,অজয়।
কোচের দায়িত্ব পালন করেন সাজ্জাদ,টিম ম্যানেজার ছিরেন আ,ন,ম, ফরহাদ। জেলার সেরা খেরোয়ার নির্বাচিত হন সীতাকুণ্ডের অজয় দাশ,দলীয় অধিনায়ক সামদান,স্বাধীন।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম টিমকে অভিনন্দন জানান,তাদের সাথে ছবি তোলে উৎসাহ দেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply