সীতাকুণ্ড মুরাদপুর তৈয়্যবীয়া তাহেরীয়া হাফেজীয়া মাদ্রাসায় কম্বল বিতরণ সম্পন্ন হয়েছে। সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশন ও অপরাধ তদন্ত ও মানবাধিকার সংস্থা (SACWS) 'সাউথ এশিয়ান ক্রাইম ওয়াচ সোসাইটি'র যৌথ উদ্যোগে আর এফ ফাউন্ডেশনের সহযোগিতায় ২৯ জানুয়ারি ২০২৫ ইংরেজি মুরাদপুর তৈয়্যবীয়া তাহেরীয়া হাফেজীয়া মাদ্রাসার ছাত্রদের এই কম্বল বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার পরিচালক আলহাজ্ব এইচ, এম. নূরুল আমিন, মাদ্রসা সুপার হাফেজ মোঃ ইউছুপ চৌধুরী, সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং অপরাধ তদন্ত ও মানবাধিকার সংস্থা (SACWS) 'সাউথ এশিয়ান ক্রাইম ওয়াচ সোসাইটি'র সীতাকুণ্ড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক, উক্ত সংস্থার (SACWS) প্রচার সম্পাদক মোহাম্মদ বাদশা মিয়া সহ উক্ত সংস্থার আরও অনেকে।