চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছন থেকে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে ঘটনাস্হলেই মাইক্রোবাসের দুই আরোহীর মৃত্যু হয়েছে।
উক্ত ঘটনায় মাইক্রোবাসের আরোহী আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গিয়েছে। আজ সোমবার (০৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ডের বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মমিন দুর্ঘটনার নিশ্চিত করে বলেন, মাইক্রোবাস চালক সম্ভবত ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিল,একসময় সে নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা দিলে এই দূর্ঘটনার স্বীকার হয়ে ঘটনাস্হলেই দুইজন নিহত হন,আহত হন আরো তিনজন।
নিহতরা হলেন,আনোয়ার হোসেন (৬২) ও রহিমা বেগম (৬০)। তাঁরা ঢাকার নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। এ দুর্ঘটনায় আহতাবস্থায় হাসপাতালে ভর্তি আছেন কাজী রিয়াদ (৩৪) এবং মাইক্রোবাসটির চালক, তাৎক্ষণিকভাবে চালকের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ আরো জানায়, ঢাকার নাজিরা বাজার থেকে ভাড়া করা মাইক্রোবাসে পরিবার ও আত্মীয়স্বজন নিয়ে কক্সবাজার যাচ্ছিলেন আনোয়ার হোসেন। মাইক্রোবাসটি মহাসড়কের ফৌজদারহাট এলাকা অতিক্রমকালে দূর্ঘটনায় পতিত হলে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
কুমিরা ফায়ার সার্ভিসের জ্যৈষ্ঠ স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, মাইক্রোবাসচালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে এ ঘটনা ঘটেছে।
আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ওসি আবদুল মমিন বলেন, দুর্ঘটনায় নিহতদেরকে আইনী প্রকৃিয়া শেষে আত্বীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply