সীতাকুণ্ডে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা পিয়ারুর বড় ভাইয়ের জানাযায় উপজেলা সাবেক আমীর তাওহীদুল শোক প্রকাশ করেছেন।
জানা যায়,গতকাল মঙ্গলবার সকাল ১১টার সময় পৌরসভার ২নং ওয়ার্ডের ভূঁইয়া পাড়া জামে মসজিদে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিল্প ও বাণিজ্য সম্পাদক পিয়ারু আহমদ পিয়ারুর বড় ভাই মরহুম মোহাম্মদ রিপনের (৫২) নামাযে জানাযা অনুষ্ঠিত হয়।জানাযা পূর্বে উপস্হিত মুসল্লীদের উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর উপজেলা সাবেক আমীর ও মেয়র প্রার্থী এবং নকীব সামাজিক সংগঠন,শহীদ পারভেজ ফাউন্ডেশন ও ইত্তেহাদ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা তাওহীদুল হক চৌধুরী বলেন, মানুষ মরনশীল। তাই আমরাও একদিন আল্লাহর কাছে চলে যেতে হবে। কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁর এবাদত করার জন্য। আমরা যদি আল্লাহ প্রদত্ত এবং রাসুল, (সঃ) প্রদর্শিত পথে চলতে পারি,তাহলে আমরা আখেরাতেও মুক্তি পাব এবং দুনিয়াতেও শান্তি পাব।আর মানুষের তৈরী মতবাদ দিয়ে বর্তমান পৃথিবীতে কোন কল্যাণ বয়ে আনবে না।তাই এই কারণেই আমাদের সূর্য সুফলা শস্য শ্যামলা সবুজ বাংলাদেশে ইসলামী শাসন কায়েম ছাড়া জনগণের কল্যাণ, ন্যায় ইনসাফ আসবে না।এদেশের মানুষের মধ্যে সকল স্তরে বৈষম্যতা দূর করতে হলে নবী করিম (সঃ) এর আদর্শ বাস্তবায়নের জন্য জাতি ধর্ম নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে।তাছাড়া আমাদের পৌরসভাকে ন্যায় ইনসাফের ভিত্তিতে গড়ে তুলতে হলে সকলকে ইসলামী ধ্যান ধারণায় গড়ে উঠার জন্য চেষ্টা করতে হবে।
জানাযায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোহাম্মদ তাহের,নকীব সামাজিক সংগঠন এর উপদেষ্টা রাশেদুল করিম রাশেদ,সভাপতি নাজিম উদ্দিন, সেক্রেটারি রাফিদুল ইসলাম রাফী।
উল্লেখ্য গত সোমবার রাত আনুমানিক ১১ ঘটিকায় মরহুম রিপন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট অ্যাটাকে মারা যায়।