সীতাকুণ্ড ভাটিয়ারীর বিএমএ টিএনটি ময়দানে সীতাকুন্ড ফ্রেন্ডস ফাউন্ডেশন আয়োজিত মিনিবার ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন যুবনেতা মো: কুতুব উদ্দিন শিবলী।
বৃহশপতিবার রাত ৭ টায় খেলায় অতিথি হিসেবে ছিলেন , জননেতা মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, সমাজসেবক মোঃ আলতাব উদ্দিন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ মহিউদ্দিন, মোহাম্মদ শামসুল হুদা, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যসচিব মাহাবুবুর রহমান তারেক,বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী,মোহাম্মদ খোরশেদ আলম ইনজিনিয়ার মোঃ সোহেল রানা,মো:আলী আককাছ, জানে আলম জিয়া, মোহাম্মদ মুবিন উদদীন, ফৌজদারহাট ফ্রেন্ডস ওয়ারিয়ার্সের সভাপতি যুবনেতা মুনতাসির মাহমুদ,ফৌজদারহাট ফ্রেন্ডস ওরিয়েন্টস এর উপদেষ্টা মোহাম্মদ সোলাইমান,মো: নুর হোসাইন, মো: সুমন,এটিএম জাহিদ হোসেন, মোঃ আলাউদ্দিন, মো: খোরশেদ আলম, মো: মনির উদ্দিন, মো: সাইফুদদীন,মো: কামাল উদ্দিন, ববিসহ প্রমুখ ক্রীড়ামোদি জনতা।
#উদ্বোধনী খেলায় চারটি টিমের দুটি খেলা অনুষ্ঠিত হয়, প্রথম খেলায় ফকিরহাটের আইটি টাচ বনাম লতিফপুর ফুটবল ক্লাব।খেলায় আইটি টাচ দুটি গোলে লতিফপুর ফুটবল ক্লাব কে হারিয়ে দেয়। আইটি টাচের মোহাম্মদ খোরশেদ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
দ্বিতীয় খেলাটিতে সলিমপুর একাদশ বনাম সামনি পাড়া যুব ইউনিট মধ্যকার খেলার তুমুল প্রতিদ্বন্দিতার পরও ফলাফল ড্র হয়ে খেলা সমাপ্ত হয়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন শামনি পাড়া যুব ইউনিটের মোহাম্মদ মাহফুজ।
প্রধান অতিথির বক্তব্য মো: কুতুব উদ্দিন শিবলী বলেন, জাতির এ ক্রান্তি লগ্নে যুবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সন্ত্রাস- মাদক মুক্ত জনপথ গঠনে ক্রীড়া ও ভাতৃত্বের বন্ধনের মাধ্যমে উন্নত সমাজ বিনিমার্নে যুগান্তকারী ভুমিকা রাখতে পারে। আত্মগঠনের পাশাপাশি দেশগঠনেও যুবকদেরকে এগিয়ে আসতে হবে।