এভারগ্রীণ কে.জি. স্কুল ও সীতাকুণ্ড মহিলা স্কুল এন্ড কলেজ এর প্রাক্তন ছাত্রী সুমাইরা ছালেম যুক্তরাজ্যের London University হতে ‘এল.এল.বি” (স্নাতক) এবং বারমিংহাম BPP University হতে ‘বার এ্যাট ল’ (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেছে। এভারগ্রীণ কে.জি স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ, এবং স্কুল পরিচালনা পর্ষদ ও সীতাকুণ্ড মহিলা স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক,অধ্যক্ষ,পরিচালনা পর্ষদ আনন্দিত ও গর্বিত। তার ডিগ্রি অর্জনের সংবাদ পেয়ে অত্র বিদ্যালয়ে আনন্দের বন্যা চলছে।
তার এ গৌরব উজ্জ্বল সাফল্যের জন্য তাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। সেই সাথে অভিনন্দন জানাচ্ছে তার গর্বিত পিতা মাতা মোহাম্মদ শিবলী ছালেম এবং নাসরিন সিদ্দিকা কে।তার পিতা শিবলী ন্যাশনাল মার্কেটের মাইক্রেওয়েব ইন্টারন্যাট ব্যবসায়ী হিসেবে পরিচিত।
উল্লেখ্য যে, সুমাইরা ছালেম সীতাকুণ্ড পৌরসভার ৪ নং ওয়ার্ডের মরহুম মৌলভী নুরুল হক এবং ৫নং ওয়ার্ডের (চৌধুরীপাড়া) মরহুম নুরুল আনোয়ার মাষ্টারের নাতনি।
সীদাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু,সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী সুমাইরার সাফল্যে অভিনন্দন জানান।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply