সীতাকুণ্ডে হিন্দু সম্প্রদায়ের মহানামযজ্ঞ ও মহোৎসব খোঁজ খবর নেয়ার জন্য উপজেলা সাবেক আমীর অনুষ্ঠান পরিদর্শন করেছে।
আজ বৃহস্পতিবার রাত ৮টায় পৌরসভাস্হ ৭নং ওয়ার্ড আমিরাবাদ রতন ভবন মহানামযজ্ঞ কমিটির সভাপতি রতন কুমার নাথ, সেক্রেটারী সুরেশ দাস, রাখাল দাস ও প্রদীপ দের পরিচালনায় মহোৎসবে আগত শত শত নারী পুরুষের মাঝে উপজেলা জামায়াতের সাবেক আমীর, বিশিষ্ট সমাজ সেবক, আলেমেদ্বীন ও ৩টি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এডভোকেট মাওলানা তাওহীদুল হক চৌধুরী উপস্হিত হয়ে মহোৎসব কেমন হচ্ছে তা খোঁজ খবর নেন।
তিনি মহোৎসবে আগতদের নির্বিঘ্নে মহানামযজ্ঞ পালনের আহ্বান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সনজয় চৌধুরী ও প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মীর মোঃ দিদারুল হোসেন টুটুল এবং পৌরসভাস্হ কয়েকটি ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।