সীতাকুণ্ড প্রেসক্লাবে রাঙ্গামাটি দৈনিক ইত্তেফাক'র বিশেষ প্রতিনিধি, দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক আলহাজ্ব এ কে এম মকসুদ আহমদ এর স্মরণে ২২ফেব্রুয়ারী বিকাল ৫টায় এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। সীতাকুণ্ড প্রেসক্লাবের আহ্বায়ক জহিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাব এর সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা আ ফ ম বোরহান। সীতাকুণ্ড প্রেস ক্লাবের সদস্য সচিব সুলাইমান মেহেদীর সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেসক্লাব এর সাবেক সভাপতি আতাহার সিদ্দিক চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি, কবি জামসেদ উদ্দিন, সীতাকুণ্ড প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারি মোঃ শরিফুল ইসলাম ভুঁইয়া, সীতাকুণ্ড উপজেলা স্কাউট কমিশনার মোঃ মহসিন, সাংবাদিক হাকিম মোল্লা, ফারহান সিদ্দিক প্রমুখ।
সভা শেষে মরহুম সাংবাদিক এ কে এম মকসুদ আহমদ এর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।