ঐতিহ্যবাহী শিবচতুর্দশী ও দোল পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড মেলা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সীতাকুন্ড মেলা কমিটি। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী শিব চতুর্দশী মেলা উপলক্ষে রয়েছে কঠোর নিরাপত্তা বেষ্টনী, রয়েছে চিকিৎসা সেবা, যাতায়াত ও আবাসনের বিশেষ ব্যবস্থা। এ মেলায় ৫ থেকে ২৫লক্ষাধিক পূণ্যার্থীর আগমন ঘটবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। বেলা ১১টায় সীতাকুণ্ডের পৌরসভার প্রেমতলা এলাকায় মেলা কমিটির নিজস্ব কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন। সম্মেলনে উপস্থিত ছিলেন, মেলা কমিটির উপদেষ্টা দুলাল কুমার বিশ্বাস, অতিরিক্ত সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রী, সাংগঠনিক সম্পাদক সুজন মল্লিক, অর্থ সম্পাদক পাবন কৃষ্ণ দাশ প্রমুখ।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply